‘গ্রেফতার নয়, দেখা করতে এসেছিলাম’
দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে গ্রেফতার বা আটকের জন্য নয়, তার সঙ্গে দেখা করতে এসেছিলাম বলে জানিয়েছেন র্যাব- ১ এর সিও লে. কর্নেল হায়াত।
র্যাব- ১ এর সিও বলেন, যেহেতু এটা ডিপ্লোমেটিক জোন। তাই আমরা তাকে বলেছি, এখানে নেতা-কর্মীদের অধিক সমাগম এই জোনের সার্বিক নিরাপত্তা বিঘ্ন ঘটাতে পারে।
এরশাদকে গৃহবন্দী করা হচ্ছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না তাকে গৃহবন্দী করা হচ্ছে না।’
লে. কর্নেল হায়াতের নেতৃত্বে কয়েকজন র্যাব কর্মকর্তা বুধবার সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে এরশাদের প্রেসিডেন্ট পার্ক বাসভবনের পঞ্চম তলার কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে আধাঘণ্টা অবস্থানের পর সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে তারা বের হয়ে আসেন।
এর আগে, এরশাদের প্রেসিডেন্ট পার্ক বাসভবনের আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সেখানে র্যাবের শতাধিক সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা অবস্থান করছেন।
(দ্য রিপোর্ট/এসআর/এমএআর/ডিসেম্বর ০৪, ২০১৩)