বিমান প্রতিরক্ষা অঞ্চল নিয়ে আলোচনায় চীন-যুক্তরাষ্ট্র
দ্য রিপোর্ট ডেস্ক : পূর্ব চীন সাগরে চীনের ঘোষিত বিতর্কিত বিমান প্রতিরক্ষা অঞ্চল নিয়ে বুধবার আলোচনায় বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
এ আলোচনার এক দিন আগে জাপানে অবস্থানকালে জো বাইডেন সংঘাত এড়াতে চীনকে তার প্রতিবেশীদের উপর যে কোনো ধরনের চাপ সৃষ্টি থেকে বিরত থাকতে সতর্ক করে দিয়েছিলেন।
তবে বাইডেন আশা করেন, তার দুই দিনের এ বেইজিং সফরে চীনের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে এশিয়া অঞ্চলে নতুন করে সৃষ্ট উত্তেজনা প্রশমনে প্রাথমিক পদক্ষেপের সূচনা হবে।
বেইজিং বিমান বন্দরে নামার পর গ্রেট হলে চীনা বাইস প্রেসিডেন্ট লি ইয়ানচাওয়ের সঙ্গে দেখা করেন বাইডেন। এসময় বাইডেন বলেন, ‘যুক্তরাষ্ট্র ও চীনকে অবশ্যই বাস্তবিক সহযোগিতা বাড়াতে হবে। বিকেলে তিনি চীনা প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন।
(দ্য রিপোর্ট/এআইএম/এমসি/ডিসেম্বর ০৪, ২০১৩)