বাগেরহাট সংবাদদাতা : জেলার ফকিরহাট সদর ইউনিয়নের চেয়ারম্যান শিরিনা আকতারকে হত্যার হুমকির অভিযোগে পুলিশ দুইজনকে আটক করেছে। তারা হলেন- দেহরক্ষী চঞ্চল কুমার বসু (৪৫) ও তার সহযোগী মিজানুর রহমান (২৩)।

মঙ্গলবার রাত ১১টায় পুলিশ তাদের আটক করে।

বাগেরহাট পুলিশ সুপার নিজামুল হক মোল্যা দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মোবাইল ট্রাকিং করে তাদের আটক করা হয়েছে।

চেয়ারম্যান শিরিনা আকতার দ্য রিপোর্টকে জানান, দীর্ঘদিন ধরে মুঠোফোনে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। বিষয়টি তিনি খুলনা রেঞ্জের ডিআইজি, বাগেরহাট পুলিশ সুপার ও আওয়ামী লীগের নেতাদের জানান। এরপর পুলিশ মুঠোফোনের সূত্র ধরে দেহরক্ষী চঞ্চল ও তার সহযোগী মিজানুরকে আটক করে।

২০১৩ সালের মে মাসে সন্ত্রাসীদের গুলিতে শিরিনা আকতারের স্বামী সাবেক চেয়ারম্যার জাহিদ হাসান নিহত হন। এরপর উপ-নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।

(দ্য রিপোর্ট/এএস/এমএইচও/ডিসেম্বর ০৪, ২০১৩)