দ্য রিপোর্ট ডেস্ক : মেক্সিকোর উত্তরাঞ্চলীয় শহর তিজুয়ানায় সোমবার বিপজ্জনক তেজস্ক্রিয় পদার্থ চুরি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) বুধবার এক বিবৃতিতে জানায়, একটি গাড়িতে করে হাসপাতাল থেকে তেজস্ক্রিয় বর্জ্য সঞ্চয় কেন্দ্রে নেওয়ার পথে কোবাল্ট-৬০ নামের ঐ তেজস্ক্রিয় পদার্থগুলো চুরি হয়। এ তেজস্ক্রিয় পদার্থগুলো ক্যানসার চিকিৎসায় ব্যবহারের জন্য হাসপাতালে আনা হয়েছিল।

আইএইএ জানায়, মেক্সিকান কতৃপক্ষ চুরি যাওয়া তেজস্ক্রিয় উদ্ধার করতে অনুসন্ধান চালাচ্ছে। এ ঘটনা সম্পর্কে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দেশটির জনগণকে সতর্ক করে দিয়েছে কতৃপক্ষ।

সংস্থাটি জানায়, চুরি যাওয়া তেজস্ক্রিয় পদার্থগুলোর মাধ্যমে ব্যবহার উপযোগী কোনো পারমানবিক বোমা উৎপাদন করা সম্ভব হবে না। তবে এর মাধ্যমে তথাকথিত ‘নোংরা বোমা’ উৎপাদন সম্ভব হবে যা বিস্ফোরিত হলে একটি বিশাল এলাকায় পারমানবিক তেজস্ক্রিয়তা ছড়িযে পড়বে। খবর আল জাজিরার।

(দ্য রিপোর্ট/এআইএম/এমসি/ডিসেম্বর ০৪, ২০১৩)