দ্য রিপোর্ট প্রতিবেদক : সব সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ। এখন পর্যন্ত যে অবস্থা তাতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদের পরিবর্তে দায়িত্ব নিতে যাচ্ছেন নাসির হোসেন।বিসিবির নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে।

সুত্র জানিয়েছে, ‘নাসিরকে (হোসেন) নিয়েই বেশি ভাবা হচ্ছে।’ ১০ ডিসেম্বর শুরু হতে যাওয়া ৩ ম্যাচের টোয়েন্টি২০ চ্যালেঞ্জ সিরিজে ‘এ’ দলের অধিনায়কও নাকি করা হয়েছে নাসিরকে। সুত্র মতে, ‘জাতীয় দলের বিপক্ষে ‘এ’ দল ১০, ১২ ও ১৪ ডিসেম্বর ৩টি ম্যাচ খেলবে। ওই ম্যাচগুলোতে ‘এ’ দলের নেতৃত্ব দেবেন নাসির।

জাতীয় দলের সহ অধিনায়ক হিসেবে সর্বশেষ দায়িত্ব পালন করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। মুশফিকুর রহিমের অধিনায়কত্বের মেয়াদ ২০১৫ সালের বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হলেও মাহমুদুল্লাহকে মুশফিকের ডেপুটি হিসেবে রাখা হয়নি।

এ বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘এখনও কোনো কিছুই চূড়ান্ত হয়নি। দুই একজন আছে সহ অধিনায়ক হওয়ার তালিকায়। শেষপর্যন্ত বোর্ড সিদ্ধান্ত নেবে কে হবে সহ অধিনায়ক।’

বুধবার বিসিবির সভা হওয়ার কথা থাকলেও তা অনুষ্ঠিত হয়নি। এই সভাতেই সহ অধিনায়কের নাম ঘোষণার সম্ভাবনা ছিল।কিন্তু জাতীয় দল ও ‘এ’ দলের টোয়েন্টি২০ চ্যালেঞ্জ সিরিজ শেষেই ঘোষণা আসবে বলে জানিয়েছে বিসিবির নির্ভরযোগ্য সূত্র।

(দ্য রিপোর্ট/এমএ/সিজি/ডিসেম্বর ৪, ২০১৩)