দিরিপোর্ট২৪ ডেস্ক : সিরিয়ার বিদ্রোহীদের জেনেভায় আলোচনায় বসার আহ্বান জানালেন যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব উইলিয়াম হগ। মঙ্গলবার লন্ডনে আরব ও পশ্চিমা দেশগুলোর কূটনৈতিক পর্যায়ের বৈঠকের পর তিনি এ আহ্বান জানালেন। খবর বিবিসি ও আলজাজিরার।

হগ বলেন, নভেম্বরের ২৩ তারিখে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিতব্য শান্তি আলোচনায় সিরিয়ার বিদ্রোহী দলগুলোর আলোচনায় বসা উচিত। তিনি আরও জানান, সভায় যোগদান করা সকল দেশই এ ব্যাপারে আশাবাদী।

কূটনৈতিক পর্যায়ের এ সম্মেলনে ব্রিটেন, মিশর, ফ্রান্স, জার্মানি, ইতালি, জর্ডান, কাতার, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও মার্কিন যুক্তরাষ্ট্র যোগ দেয়।

কূটনীতিকরা এটাকে সিরিয়ার বিদ্রোহীদের জন্য সূবর্ণ সুযোগ হিসেবে দেখছেন। তারা আশা করছেন এ সম্মেলনে একটা শান্তিপূর্ণ সমাধান আসবে।

(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/অক্টোবর ২২, ২০১৩)