দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রধানমন্ত্রীর নতুন চার উপদেষ্টার দায়িত্ব বণ্টন করা হয়েছে। এর মধ্যে শফিক আহমেদ আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা এবং দিলীপ বড়ুয়া কৃষি, শিল্প ও সমাজকল্যাণ বিষয়ক উপদেষ্টা হয়েছেন। অপর দিকে আনোয়ার হোসেন মঞ্জুকে নৌ-পরিবহন, ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক উপদেষ্টা এবং জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে স্বাস্থ্য ও নারী উন্নয়ন বিষয়ক উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

২৪ নভেম্বর জাতীয় পার্টির (জেপি)সভাপতি আনোয়ার হোসেন মঞ্জুকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। মন্ত্রীর পদমর্যাদায় শফিক আহমেদ ও দিলীপ বড়ুয়াকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ দেওয়া হয় ২১ নভেম্বর। মহাজোট সরকারের মন্ত্রিসভায় শফিক আহমেদ আইনমন্ত্রী ও দিলীপ বড়ুয়া শিল্প মন্ত্রণালয়েরর মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এর আগে ১৮ নভেম্বর মন্ত্রীর পদমর্যাদার প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পান জাতীয় পার্টির নেতা জিয়া উদ্দীন আহমেদ বাবলু।

আগে থেকেই প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে ছিলেন ৭ জন। এর মধ্যে কয়েকদিন আগে ৫ জন পদত্যাগ করেন। বর্তমানে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংখ্যা ৬ জন।

(দ্য রিপোর্ট২৪/আরএমএম/এমএইচও/এমডি/ডিসেম্বর ০৪, ২০১৩)