তৃতীয়দিন অবরুদ্ধ জাবি উপাচার্য
জাবি প্রতিনিধি : টানা তৃতীয়দিন নিজ বাসভবনে অবরুদ্ধ হয়ে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থী- কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম তাকে অবরুদ্ধ করে রেখেছে।
উপাচার্যের পদত্যাগ, তিন শিক্ষকের বিরুদ্ধে করা রিট মামলা প্রত্যাহার ও রাষ্ট্রপতির নির্দেশনা অনুযায়ী অবিলম্বে উপাচার্য প্যানেল নির্বাচনের দাবিতে ঐক্য ফোরাম তাকে অবরুদ্ধ করে রেখেছে।
সোমবার রাত ১০ টা থেকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে ঐক্য ফোরাম ।
এ বিষয়ে ঐক্য ফোরামের সদস্য সচিব অধ্যাপক কামরুল আহসান দ্য রিপোর্টকে বলেন, আমরা আচার্যের নির্দেশনা অনুযায়ী উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণা ও শিক্ষকদের বিরুদ্ধে করা রিট মামলা প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছি। এই কর্মসূচির অংশ হিসেবে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করছি।
এ বিষয়ে উপাচার্য বলেন, আন্দোলনকারী শিক্ষকদের বিরোধিতার মুখে আচার্যের নির্দেশনা মোতাবেক বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনে কোনো ধরনের পদক্ষেপই বাস্তবায়ন করা যাচ্ছে না।
এ দিকে বিশ্ববিদ্যালয়ের এ অচলাবস্থায় আসন্ন ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা যথা সময়ে অনুষ্ঠিত না হওয়ার আশংকা করা হচ্ছে।
(দ্য রিপোর্ট/এএস/এমএইচও/এমডি/ডিসেম্বর ০৪, ২০১৩)