দ্য রিপোর্ট ডেস্ক : সিরিয়ার যে কোনো ধরনের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বাসার আল আসাদকেই রাখতে হবে বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে। জেনেভা-২ শান্তি আলোচনার মাধ্যমে একটি অন্তবর্তী সরকার তৈরিতে রাজি হওয়ার পরিপ্রেক্ষিতে বুধবার এ কথা জানান আসাদ সরকারের তথ্যমন্ত্রী ওমরান আল জবি।

পাশাপাশি আগামি মাসে অনুষ্ঠিতব্য এ শান্তি আলোচনায় বিদ্রোহীদের সহায়তাকরি সৌদি আরবকে রাখা যাবে না বলেও জানান তিনি।
বার্তাসংস্থা সানাকে দেওয়া এক স্বাক্ষাৎকারে তথ্যমন্ত্রী বলেন, ‘যদি কেউ মনে করে থাকেন যে, জেনেভা-২ সম্মেলনের মাধ্যমে আমারা বিদ্রোহীদের হাতে ক্ষমতা তুলে দিতে যাচ্ছি তাবে তা ভুল হবে।’
তিনি বলেন, ‘প্রেসিডেন্ট আসাদের সঙ্গে আলাপ হয়েছে, তিনিই অন্তবর্তী সময়ে নেতৃত্ব দিবেন। তিনি সিরিয়ার নেতা তিনিই সিরিয়ার প্রেসিডেন্ট থাকবেন।’
তিনি আরো বলেন, ‘সৌদি আরব সিরিয়ার বিদ্রোহীদের মদদ দিয়ে আসছে। তাই দেশটিকে অবশ্যই আলোচনার বাহিরে রাখতে হবে।
প্রসঙ্গত, সিরিয়ায় চলা প্রায় ৩৩ মাসের গৃহযুদ্ধের অবসানে আসাদ সরকার ও বিদ্রোহীদের মধ্যে আগামি ২২ জানুয়ারি একটি শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জাতিসংঘ-আরব দূত লাকদার ব্রাহিমির মধ্যস্থতায় জেনেভায় এ শান্তি আলোচনা হবে।
এর আগে শান্তি আলোচনার অংশগ্রহণের পূর্বশর্ত হিসেবে বিদ্রোহীরা একটি অন্তর্বর্তীকালীন সরকার ঘটনের দাবি জানিয়েছিল।
(দ্য রিপোর্ট/এআইএম/এমসি/ডিসেম্বর ০৪, ২০১৩)