সাদেক হোসেন খোকা আটক
দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর কমিটির আহবায়ক সাদেক হোসেন খোকাকে বুধবার রাতে আটক করা হয়েছে। উত্তরার ৪ নাম্বার সেক্টরের ১৮ নাম্বার বাড়ি থেকে তাকে আটক করা হয়।
র্যাব ও পুলিশের যৌথ বাহিনী খোকাকে আটক করে।
এর আগে রাজধানীতে নাশকতার অভিযোগে খোকার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ৪ টি মামলা করে।
শিশুপার্কের সামনে গাড়িতে আগুন দেওয়ার শাহবাগ থানা মামলা করা হয়। মামলা নং ৫৮।
মালিবাগ মোড়ে সর্বশেষ বাস পোড়ানো মামলায় তাকে হুকুমের আসামি করা হয়েছে। কমলাপুরে পুলিশের ওপর হামলার ঘটনার মামলাও মতিঝিল থানায় এজাহারভুক্ত আসামি।
তবে ঠিক কোন মামলায তাকে গ্রেফতার করা হয়েছে তা জানাতে পারেনি পুলিশ।
এদিকে, সাদেক হোসেন খোকার গ্রেফতারের প্রতিবাদে গোপিবাগ এলাকায় থেমে থেমে হাত বোমার বিস্ফরণ ঘটানো হয়েছে।
বুধবার রাত পৌনে ১১টা থেকে ১১টার মধ্যে গোপিবাগের অভয়দাস লেন এলাকায় থেমে থেমে ৫-৬টি হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় বোমার শব্দে প্রকম্পিত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
(দ্য রিপোর্ট/এমএইচ/কেজেএন/এআই/এসকে/ডিসেম্বর ০৫, ২০১৩)