ফেনী সংবাদদাতা : জেলায় বিএনপি ও যুবদলের সঙ্গে পুলিশের সংঘর্ষে হারুন অর রশিদ হারুন (৪২) নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি।

ফেনী জেলা বিএনপির প্রচার সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি গাজি হাবিব উল্লাহ মানিক দ্য রিপোর্টকে মুঠোফোনে জানান, বুধবার বিকেলে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে বিএনপি ও যুবদল-ছাত্রদলের একটি মিছিল বের হয়। মিছিলে পুলিশি হামলায় ও গুলিবর্ষণে সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি হারুনুর রশিদ হারুন নিহত হয়।

তিনি আরো জানান, এ সময় যুবদল-ছাত্রদলের ৫০ নেতাকর্মী আহত হন। নিহত হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার জেলায় সকাল-সন্ধ্যা হরতালের আহবান করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএইচআর/এমএইচও/এমএআর/ডিসেম্বর ০৪, ২০১৩)