মা হচ্ছেন শাবনূর : গুজব, নাকি সত্যি?
দ্য রিপোর্ট প্রতিবেদক : সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়া সংবাদ ‘মা হচ্ছেন শাবনূর’ নিয়ে আলোচনার ঝড় উঠেছে। খবরটি সত্যি, নাকি গুজব? -এ নিয়ে চলছে নানা তর্ক-বিতর্ক।
কয়েক বছর ধরেই ‘বিয়ে করেছেন শাবনূর’- এমন খবর নিয়ে চলছে জল্পনা-কল্পনা। বার বার অস্ট্রেলিয়া যাওয়া ও মাইকেল চ্যাং নামে এক বিদেশিকে ‘বিয়ে করা’ নিয়ে অনেক মুখরোচক খবর প্রকাশিত হয়। কিন্তু শাবনূর মুখে কুলুপ এঁটে বসে ছিলেন। কেউ প্রশ্ন করলেই বলতেন, ‘এ নিয়ে আমি কোনো উত্তর দেব না। যদি কিছু হয়, তাহলে সবাইকে জানাব।’
অবশ্য তিনি আর জানাননি। কয়েক দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাবনূরের বিয়ে নিয়ে ফের আলোচনা শুরু হয়।
কয়েকটি জাতীয় দৈনিক ও নিউজ পোর্টালে বুধবার প্রকাশিত হয় শাবনূরের ‘বিয়ে’ ও ‘মা হওয়া’ বিষয়ক খবর। এতে বলা হয়, ২০১১ সালের ৬ ডিসেম্বর শাবনূরের বিয়ে হয়েছে। বর অনিক। একটি ছবিতে তিনি শাবনূরের সঙ্গে অভিনয়ও করেছিলেন। ছবির নাম ‘বধূ তুমি কার’। শাবনূর এখন আছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। সিডনির চিকিৎসকদের কথা অনুযায়ী আগামী ২২ অথবা ২৩ ডিসেম্বর তাঁর মা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ঘটনার সত্যতা জানতে শাবনূর অভিনীত ‘কিছু আশা কিছু ভালবাসা’ চলচ্চিত্রের পরিচালক মোস্তাফিজুর রহমান মানিককে প্রশ্ন করতে তিনি বলেন, ‘আমিও শুনেছি। সঠিক কিনা জানি না।’ শাবনূরের ঘনিষ্ঠ এই পরিচালকের বক্তব্যের সূত্র ধরে জাতীয় দৈনিকের এক বিনোদন সাংবাদিককে শাহজাহান চৌধুরী (শাবনূরের বাবা) সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাকে শাহজাহান চৌধুরী গতকাল ফোন দিয়ে খবরটি জানিয়েছেন। উনি নিজের নম্বর থেকে ফোন দেননি।’ আরেক বিনোদন সাংবাদিক বলেন, ‘পরিচালক মানিক এর আগে আমাকে বলেছেন শাবনূর বিয়েই করেনি। বর্তমানে মানিকের সঙ্গেই শাবনূরের বেশি ঘনিষ্ঠতা। ও যা জানবে, সত্যিটাই জানবে।’
সেলফোন বন্ধ থাকায় ঘটনাটি নিয়ে শাবনূরের মায়ের সঙ্গে কথা বলা যায়নি।
চলচ্চিত্রে বর্তমান অবস্থান অনেক নড়বড়ে হওয়ার কারণেই শাবনূর নতুন করে আলোচনায় থাকতে চাইছেন কিনা- এ সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক এক চলচ্চিত্র ব্যক্তিত্ব বলেন, ‘শাবনূরকে নিয়ে যখনি আলোচনা বন্ধ হয়ে যায়, তখনি কোনো না কোনো সংবাদ প্রচার হয়। এর আগে তো কয়েকবারই ওর বিয়ের খবর শুনলাম। এখন মা হওয়ার খবর শুনতে হচ্ছে। কতটুকু সত্য কে জানে?’
অবশ্য শাবনূরের বাবা শাহজাহান চৌধুরী শাবনূরের বিয়ে ও সন্তান সম্ভবার বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করে বলেন, ‘ঘটনা সত্যি। আমি যা জানিয়েছি তা-ই সঠিক।’
অস্ট্রেলিয়ার নাগরিক হলেও চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শাবনূর নিয়মিত ঢাকায় আসেন। সম্প্রতি এসে ঢাকায় বেশ কিছুদিন ছিলেন। ২ অক্টোবর তিনি সিডনিতে ফিরে যান।
(দ্য রিপোর্ট/ আইএফ/এস/আইজেকে/ডিসেম্বর ০৪, ২০১৩)