নিজস্ব প্রতিবেদক, দ্য রিপোর্ট : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সরকার আমাকে গ্রেফতার করতে চাইলে, বাসায় পুলিশ কিংবা অন্য কোনো সংস্থার সদস্য পাঠালে, আমি আমার রিভলবার দিয়ে আত্মহত্যা করবো। এজন্য আমি আমার ৪টি পিস্তলে গুলি লোড করে রেখেছি।

তিনি আরো বলেন, ‘সরকার একতরফা নির্বাচন করতে চাইলে তা প্রতিহত করতে আমি প্রস্তুত রয়েছি। জাতীয় পার্টির নেতা-কর্মীরা সরকারের পাতানো নির্বাচন প্রতিহত করতে জীবন দিতে প্রস্তুত।’

বুধবার রাত পৌনে ১২ টায় সাবেক এই রাষ্ট্রপতি বারিধারা প্রেসিডেন্ট পার্কের নিজ বাসার নিচতলায় নেতা-কর্মীদের সঙ্গে দেখা করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এরশাদ বলেন, ‘আমি সঠিক সময়ে নির্বাচন থেকে সরে এসেছি। আর একটু দেরি হলে এই সিদ্ধান্ত নিতে পারতাম না। এই সিদ্ধান্ত আমি একাই নিয়েছি। এখানে কারো পরামর্শ নেই।’

র‌্যাব-পুলিশ আপনার বাসা ঘেরাও করে রেখেছে, আপনি কি এতে আতঙ্কিত- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এরশাদ বলেন, ‘আমার গায়ে র‌্যাব-পুলিশ হাত দিলে দেশে আগুন জ্বলবে।’

তিনি বলেন, ‘রংপুর থেকে আমাকে ফোন করেছিল যে, আপনি রংপুরে আসবেন না। রংপুরে আসতে চাইলে ১০ হাজার মানুষের লাশের উপর দিয়ে আসতে হবে। আপনি নির্বাচন থেকে সরে দাঁড়ান, আপনাকে মাথার মুকুট করে রাখবো।’

আপনার ডিগবাজী দেওয়ার অভ্যাস আছে, জনগণ আপনাকে বিশ্বাস করে না, শপথ করে জনগণকে বিশ্বাস করাবেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এরশাদ বলেন, ‘আমার জীবনের এটাই শেষ সিদ্ধান্ত। এখান থেকে কেউ আমাকে নড়াতে পারবে না। আমি মরতে প্রস্তুত, কিন্তু গণভবনে গিয়ে সমঝোতা করতে রাজি নই। আওয়ামী লীগ বলছে আমি মত পরিবর্তন করবো। এগুলো ওদের বানানো কথা।’

তিনি বলেন, ‘আমি মহাজোটে ছিলাম। আমার কী অবস্থা হয়েছে তা আমি জানি। আমার নেতা-কর্মীরাও জানেন। এসব আর নতুন করে বলার কিছু নেই। জাতীয় পার্টির একটি নিজস্ব আর্দশ রয়েছে, সেই আদর্শ নিয়ে এককভাবে নির্বাচন করবো। কাউকে ক্ষমতায় বসানোর সিঁড়ি হবো না। সব দলের অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে সেই নির্বাচনে অংশগ্রহণ করবো।’

দেশের অবস্থা কোন দিকে যাচ্ছে- প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশ অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। এজন্য সরকারই দায়ী।’

(দ্য রিপোর্ট/ওএস/এসকে/ডিসেম্বর ০৫, ২০১৩)