দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুকে গ্রেফতারের প্রতিবাদে তার নিজ জেলা টাঙ্গাইলে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে।

হরতালে অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। র‌্যারের টহল জোরদার করা হয়েছে। রিকশা ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। টাঙ্গাইল থেকে দূর পাল্লার যানবাহন ছেড়ে যায়নি। তবে ভোর বেলা কোনো পিকেটারকে রাস্তায় দেখা যায়নি। ঢাকা-বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কে পুলিশ পাহারায় যানবাহন চলাচল করছে।

উল্লেখ্য, বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে থাকা সিএসএফ-এর গাড়ি থেকে সোমবার রাতে সাবেক ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে আটক করে পুলিশ।

পরে তাকে দুটি মামলায় গ্রেফতার দেখায় পুলিশ।

এ ঘটনার প্রতিবাদে বুধবার টাঙ্গাইলে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো।

(দিরিপোর্ট২৪/ওএস/জেএম/অক্টোবর ২৩, ২০১৩)