জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনে সরকার দিশেহারা : বিএনপি
দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর আহ্বায়ক সাদেক হোসেন খোকাকে গ্রেফতারে গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের মুখপাত্র সালাহউদ্দিন আহমেদ। বুধবার রাত সাড়ে ১১টায় দলের সহদফতর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে খোকাকে মিথ্যা ও বানোয়াট মামলায় জড়িয়ে আটক করা হয়েছে বলেও অভিযোগ করেন সালাহউদ্দিন।
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ১৮ দলীয় জোটের আন্দোলনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে সরকার দিশেহারা হয়ে গেছে। এ জন্যই জোট নেতাদের অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে। তারই অংশ হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, এভাবে নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতন করে আন্দোলন দমন করা যাবে না। বরং তাতে আন্দোলন আরও বেগবান ও তীব্র হবে।
সালাহউদ্দিন আহমেদ সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে সাদেক হোসেন খোকাসহ গ্রেফতারকৃত সব নেতাকর্মীকে নিঃশর্ত মুক্তি দিন, নইলে জনগণের যে বাঁধভাঙা আন্দোলন চলছে তা আরও শক্তিশালী হয়ে আপনাদের পতন ত্বরান্বিত করবে।
(দ্য রিপোর্ট/টিএস-এমএইচ/এস/এএস/ডিসেম্বর ০৫, ২০১৩)