দ্য রিপোর্ট ডেস্ক : সিরিয়ার আলেপ্পোতে এক রকেট হামলায় অন্তত ১৮ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ১০ জন সরকারি সৈন্যও রয়েছে। খবর বিবিসির।

বিদ্রোহীরাই এ হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশটিতে সরকার ও বিদ্রোহীদের মধ্যে লড়াই চলছে।

আগামী জানুয়ারিতে জেনেভায় অনুষ্ঠেয় সরকার-বিদ্রোহীদের মধ্যে শান্তি আলোচনায় আসাদই সরকারের প্রধান হিসেবে থাকবেন- সিরিয়ান সরকারের এমন ঘোষণার পরই এ হামলার ঘটনা ঘটল।

দেশটিতে চলমান গৃহযুদ্ধের অন্যতম একটি যুদ্ধপ্রবণ এলাকা আলেপ্পো। এখানে প্রায়ই সরকার ও বিদ্রোহীদের মধ্যে লড়াই হয়।

(দ্য রিপোর্ট/এস/এসকে/ডিসেম্বর ০৫, ২০১৩)