চট্টগ্রামে গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ
চট্টগ্রাম সংবাদদাতা : ১৮ দলের ডাকা অবরোধের শেষদিনের শুরুতেই চট্টগ্রামে বিক্ষিপ্ত বোমাবাজি আর গাড়ি ভাঙচুর হয়েছে। বৃহস্পতিবার ভোরে কাজীর দেউড়ী, একে খান, জিওসি, বহাদ্দারহাট এলাকায় ৪-৫টি গাড়ি ভাঙচুর ও ১০-১২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে অবরোধকারীরা।
আকবর শাহ থানার ওসি আবদুল মজিদ জানান, দুর্বৃত্তরা কয়েকটি এলাকায় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। তারা ৪-৫টি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে। অপরদিকে সীতাকুণ্ডে বুধবার রাত সাড়ে ১২টার দিকে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। লোকাল বাসটি চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার চেষ্টা করছিল।
বাসে থাকা যাত্রী শাহাদাত হোসেন মোবাইলে জানান, জরুরি প্রয়োজনে আমরা বেশ কয়েজন মিলে রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম থেকে একটি বাস ভাড়া করে ঢাকার উদ্দেশে রওনা দেই। বাসটি সীতাকুণ্ডের ফৌজদারহাট টোল পয়েন্টের মুখে এলে কয়েজন যুবক গাড়িতে আগুন লাগিয়ে দেয়। এ সময় তারা আরও দুটি গাড়ি ভাঙচুর করেছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জান জানান, কয়েটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। ওই স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।
(দ্য রিপোর্ট/কেএইচ/এএস/০৫ ডিসেম্বর, ২০১৩)