মালিবাগে ২৩ পেট্রোল বোমা উদ্ধার
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মালিবাগ সুপার মার্কেটের সামনে থেকে ২৩টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ৮টায় পেট্রোল বোমাগুলো উদ্ধার করা হয়।
এ বিষয়ে রামপুরা থানার ওসি কৃপা সিদ্ধু বালা বলেন, ওই এলাকায় দায়িত্বরত পুলিশের কাছে ২ জন মহিলা এসে ২টি বোতল দেখায়। বোতল ২টি তারা কোথায় পেয়েছে প্রশ্ন করলে জানান, কয়েকজন টোকাই তাদের কাছে বোতল দুটি বিক্রি করেছে। বোতলগুলো অপরিচিত হওয়ায় তারা দায়িত্বরত পুলিশের কাছে বোতলগুলো নিয়ে আসে। কাদের কাছ থেকে কিনেছে জানতে চাইলে তারা টোকাইদেরকে দেখিয়ে দেয়। টোকাইদের মাধ্যমে পুলিশ ঘটনাস্থল খুঁজে পায় ও সেখান থেকে ২৩টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, বড় ধরনের নাশকতার জন্যই এই বোমাগুলো তৈরি করা হয়েছিল। দুষ্কৃতিকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে এই বোমাগুলো ফেলে রেখে চলে যায়।
(দ্য রিপোর্ট/এনইউডি/এফএস/জেএম/ডিসেম্বর ০৫, ২০১৩)