যুবলীগকর্মী হত্যার ঘটনায় মামলা
সাতক্ষীরা সংবাদদাতা : যুবলীগকর্মী মো. গিয়াসউদ্দীন সরদারকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাত ১০টায় নিহতের ভাই কবীরউদ্দিন সরদার বাদী হয়ে অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে এ মামলা করেন।
সাতক্ষীরা শহরের ইটাগাছার মনিরুদ্দীন সরদারের ছেলে কবীরউদ্দিন জানান, গিয়াসউদ্দিনকে (৩৫) মঙ্গলবার বিকেল ৫টার দিকে সাতক্ষীরা ভোমরা সড়কের তালবেড়ে ক্লাবের সামনে দুর্বৃত্তরা কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।
ময়না তদন্ত শেষে বুধবার দুপুর ২টায় সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের পাশে ঈদগাহ ময়দানে তার জানাজা হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন। জানাজায় অংশগ্রহণের জন্য গিয়াসউদ্দিনের ভাই সালাউদ্দিনকে কারাগার থেকে প্যারোলে নিয়ে আসা হয়। বিকেল ৪টার দিকে পারিবারিক কবরস্থানে তার মৃতদেহ দাফন করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
(দ্য রিপোর্ট/আরকে/ডব্লিউএস/এএস/ডিসেম্বর ০৫, ২০১৩)