সায়েদাবাদে বাসের হেলপার অগ্নিদগ্ধ
দ্য রিপোর্ট প্রতিবেদক : ১৮ দলীয় জোটের অবরোধে রাজধানীর সায়েদাবাদে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এবার দগ্ধ হলেন বাসের হেলপার মো. হাসান (১৬)।
বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় ঢাকা-চট্টগ্রাম রুটের তিস্তা পরিবহন নামের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় হেলপার হাসান বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন।
আরেক বাসের হেলপার অপু দ্য রিপোর্টকে জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে সায়েদাবাদের জনপদে পার্ক করে রাখা ঢাকা-চট্টগ্রাম রুটের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিল হাসান।
অপুসহ অগ্নিনির্বাপণ কর্মীরা হাসানকে ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে নিয়ে আসে। তার অবস্থা আশঙ্কাজনক।
ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, হাসানের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে।
যাত্রাবাড়ী থানার এসআই সুভাসি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা ঘটনা শুনে ফায়ার সার্ভিসকে ফোন দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নেভায়।
(দ্য রিপোর্ট/এনইউডি-এসআর/এফএস/এস/জেএম/ডিসেম্বর ০৫, ২০১৩)