স্পট ফিক্সিংয়ে এবার নিউজিল্যান্ড!
দ্য রিপোর্ট ডেস্ক : এবার স্পট ফিক্সিংয়ের সন্দেহের তীর নিউজিল্যান্ডের তিন খেলোয়াড়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার দ্য নিউজিল্যান্ড হেরাল্ড পত্রিকার এক রিপোর্টে এমন তথ্য জানানো হয়েছে। তবে খেলোয়াড়দের নাম প্রকাশ করেনি পত্রিকাটি।
রিপোর্টে বলা হয়েছে, নিউজিল্যান্ডের সাবেক তিন খেলোয়াড়ের বিরুদ্ধে আইসিসি দুর্নীতি দমন ইউনিট ৪ মাস ধরে তদন্ত করছে। পত্রিকাটি আরো বলেছে, আইসিসির এই অনুসন্ধানে নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর স্পট ফিক্সিংয়ের খবর বের হয়ে আসতে পারে।
নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেছেন, ‘আমরা একটি কঠিন সময় পার করছি। আইসসির অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত কোন মন্তব্য করা ঠিক হবে না।’
পত্রিকাটির প্রথম পাতার খবরে বলা হয়েছে, আইসিসি বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জতিক ম্যাচকে সন্দেহের তালিকায় রেখেছে। সেই ম্যাচগুলোতে আন্তর্জাতিক অনেক তারকা খেলোয়াড়ের উপস্তিত ছিল।
তবে বর্তমান সময়ের কোন প্রফেশনাল খেলোয়াড় এই ফিক্সিংয়ের সঙ্গে জড়িত নয় বলেও পত্রিকাটি জানিয়েছে।
(দ্য রিপোর্ট/এমআই/এস/জেএম/ডিসেম্বর ০৫, ২০১৩)