অধিকাংশ কোম্পানির দর পতন
দ্য রিপোর্ট প্রতিবেদক: অধিকাংশ কোম্পানির দর পতনের মধ্য দিয়ে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ারবাজারে লেনদেন চলছে। দিনের প্রথম ঘণ্টায় সূচক নিম্নমুখী প্রবণতায় রয়েছে।
সকাল সাড়ে ১১টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪২৬৮ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯৫ কোটি ৯ লাখ।
বুধবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৪২৯৪ পয়েন্টে অবস্থান করে।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক সকাল সাড়ে ১১টা পর্যন্ত ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৩৮৯ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ১৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১২ কোটি ২২ লাখ টাকা।
(দ্য রিপোর্ট/এইচকে/এস/ডিসেম্বর ৫, ২০১৩)