দ্য রিপোর্ট প্রতিবেদক: আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দিতে মোজাফ্ফর হোসাইন স্পিনিং মিলস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) লটারি শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে লটারি অনুষ্ঠিত হয়।

লটারির ফলাফল দ্য রিপোর্টের বিশেষ উদ্যোগে প্রকাশ করা হলো।

এ কোম্পানির আইপিওতে ২৭ কোটি ৫০ লাখ টাকার বিপরীতে মোট ৭০০ কোটি ৯১ লাখ ৪৭ হাজার টাকার আবেদন জমা পড়েছে।

যা নির্ধারিত পরিমাণের চেয়ে সাড়ে ২৫ গুণ।

এর আগে গত ৩ নভেম্বর, রবিবার থেকে ৭ নভেম্বর পর্যন্ত আইপিও আবেদন জমা নেওয়া হয়। প্রবাসীরা ১৬ নভেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পান।

লটারির ফলাফল দেখতে নিচে ক্লিক করুন।

ব্যাংক/ব্রাঞ্চ কোড

সাধারণ বিনিয়োগকারী

ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী

প্রবাসী বিনিয়োগকারী

মিউচ্যুয়াল ফান্ড

রিফান্ড ও শেয়ার বরাদ্দের বিস্তারিত তথ্য