মাদারীপুর সংবাদদাতা : ১৮ দলীয় জোটের রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণাঞ্চলের অন্যতম নৌরুটে মাওয়া-কাওড়াকান্দি ঘাটে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের কাওড়াকান্দি ঘাটের সহকারী ব্যবস্থাপক এমএ বাতেন জানান, দক্ষিণাঞ্চলের ২১ জেলা থেকে কোন পরিবহন রাজধানীর উদ্দেশ্যে ছেড়ে না আসার কারণে কাওড়াকান্দি ঘাট এলাকায় কর্মচঞ্চল্য নেই। সকাল ৮টার দিকে মাত্র একটি ফেরি দিয়ে ৪টি ছোট মাইক্রোবাস পারাপার করা হয়। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে নৌ যোগাযোগ। মূলত পরিবহন না থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। তবে পরিবহন বাড়লে নিয়মিত চলাচল করা ফেরিগুলো চালানো হবে বলে তারা জানান।

এদিকে অন্যদিনের তুলনায় যাত্রী সংখ্যা কম থাকায় ঘাট এলাকায় নোঙর করে রাখা হয়েছে লঞ্চ ও স্পিডবোটগুলো। তবে ঘাট এলাকায় ১৮ দলীয় জোটের কোন পিকেটিং লক্ষ্য করা যায়নি। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নিরাপত্তার জন্যে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা রয়েছে।

(দ্য রিপোর্ট/এসএইচটি/জেএম/ডিসেম্বর ০৫, ২০১৩)