চীনে সাড়ে চার হাজার বছর আগের শহর আবিষ্কার
দ্য রিপোর্ট ডেস্ক : চীনের আনহুই প্রদেশে সাড়ে চার হাজার বছর আগের নিওলিথিক শহর আবিষ্কার করেছেন প্রত্নতত্ত্ববিদরা।
ওয়ুহান বিশ্ববিদ্যালয়ের একদল প্রত্নতত্ত্ববিদ চারিদিকে পরিখা ও দেয়াল দিয়ে ঘেরা ওই শহরটির সন্ধান পেয়েছেন। তারা বেশ কয়েকটি বাড়িও সন্ধান পান।
প্রত্নতাত্ত্বিকরা সেখান থেকে দুই হাজার বছরের পুরোনো নিওলিথিক যুগের হান বংশের সময়কার কিছু নির্দশনও আবিষ্কার করেছেন। এসব নিদর্শনের মধ্যে রয়েছে হরিণের মাথা ও শিং, গম ও চালের বীজ এবং কচ্ছপের খোল।
ওয়ুহান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রত্নতত্ত্ববিদ গি শিয়াওলিন জানান, এ আবিষ্কার এই এলাকার ঐতিহাসিক, সামাজিক ও পরিবেশগত পরিবর্তনের ক্ষেত্রে গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সূত্র: পিটিআই।
(দ্য রিপোর্ট/কেএন/এস/জেএম/ডিসেম্বর ০৫, ২০১৩)