দ্য রিপোর্ট ডেস্ক : থাইল্যান্ডের রাজা ভূমিবল অতুল্যতেজেন দেশের স্বার্থে জনগণের প্রতি ঐক্যের আহ্বান জানিয়েছেন।

রাজা ভূমিবল তার ৮৬তম জন্মদিন উপলক্ষে দেওয়া ভাষণে এ আহ্বান জানান। তিনি বলেন, দেশের মানুষের ঐক্যের জন্যই থাইল্যান্ডে এত শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করে।

রাজার জন্মদিন উপলক্ষে হুয়া হিন শহরে ক্লাই কানওয়ন প্রাসাদের সামনে হাজার হাজার মানুষ তাকে এক নজর দেখার উদ্দেশ্যে জড়ো হয় বলে ব্যাংকক পোস্টের খবরে বলা হয়েছে।

দেশটির যোগাযোগ মন্ত্রণালয় দর্শণার্থীদের সুবিধার্থে বিশেষ ট্রেন ও বাস চালু করেছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে রাজার জন্মদিন উপলক্ষে থাইল্যান্ডে সরকার পতনের আন্দোলনের সামরিক বিরতিতে রাজি হয় বিরোধীরা।

২৪ নভেম্বর থেকে থাইল্যান্ডে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে সরকার পতনের আন্দোলন শুরু করলেও এক পর্যায়ে তা সহিংসতায় রূপ নেয়।

তবে ৫ ডিসেম্বর রাজার জন্মদিন উপলক্ষে সামরিকভাবে আন্দোলন বন্ধের ব্যাপারে একমত হয় বিক্ষোভকারীরা।

যদিও রাজার জন্মদিনের উৎসব শেষ হয়ে গেলে আরো কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। দেশটির সাবেক উপ-প্রধানমন্ত্রী ও বিক্ষোভে নেতৃত্বদানকারী বিরোধী নেতা সুথেপ থাওগসুবান মঙ্গলবার জানান, রাজার জন্মদিনের পর আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

সরকার পতনের এ আন্দোলনে শনিবার পর্যন্ত অন্তত চারজন নিহত হয়েছেন। ২০১০ সালের পর এটাই থাইল্যান্ডের সবচেয়ে বড় রাজনৈতিক সঙ্কট।

২০০৬ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে থাকসিন সিনাওয়াত্রার ক্ষমতাচ্যুতির পর দেশটির রাজনীতিতে বিভাজন দেখা দিয়েছে। ২০০৮ সালে থাকসিনের বিরোধীরা ব্যাংকক বিমানবন্দরে তাকে অবরুদ্ধ করে রাখে। ২০১০ সালে তার সমর্থকরা দুই মাসব্যাপী বিক্ষোভ করে পুরো ব্যাংকক শহর অচল করে দেয়।

সামরিক হস্তক্ষেপের মাধ্যমে এই বিক্ষোভ শেষ হয়। দুই মাসব্যাপী অবস্থান বিক্ষোভে ৯০ জনেরও বেশি মানুষ নিহত হয়। সূত্র: বিবিসি।

(দ্য রিপোর্ট/কেএন/এস/জেএম/ডিসেম্বর ০৫, ২০১৩)