চাটমোহর (পাবনা) সংবাদদাতা : চাটমোহর উপজেলার কুবিরদিয়ার দাখিল মাদরাসার বারান্দার আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত পরিচয় যুবকের (৩০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) আসাদুজ্জামান মুন্সী জানান, সকাল ৮টার দিকে ঘটনাস্থল থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, ওই যুবকের নাম পরিচয় ও মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

(দ্য রিপোর্ট/আইজেকে/এস/এসবি/ডিসেম্বর ০৫, ২০১৩)