সিএমডিপি-৩ প্রকল্পে ডেরিভেটিভস রাখার প্রস্তাব সিএসইর
নূরুজ্জামান তানিম, দ্য রিপোর্ট : পুঁজিবাজার উন্নয়ন প্রকল্প (সিএমডিপি)-৩ এর আওতায় ডেরিভেটিভ চালুর প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এডিবির আর্থিক সহায়তায় নতুন এই প্রকল্পে ডেরিভেটিভ চালু করা হলে বিনিয়োগকারীদের ঝুঁকি কমবে বলে জানিয়েছেন সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ সাজিদ হোসেন।
সম্প্রতি শেয়ারবাজার ও বিনিয়োগকারীদের উন্নয়নে করণীয় সম্পর্কে আলাপকালে তিনি দ্য রিপোর্টকে এ কথা বলেন।
বর্তমান প্রেক্ষাপটে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ঝুঁকি কমানোর (রিক্স হেইজ) কোনো উপকরণ (টুলস) নেই। ঝুঁকি কমাতে বাজারে ডেরিভেটিভস চালু করা জরুরি বলে মনে করেন সাজিদ হোসেন।
তিনি বলেন, ‘ভবিষ্যতের জন্য কোনও সিকিউরিটিজ/শেয়ার, বন্ড, ইনডেক্স, ফরেন কারেন্সি ও কমোডিটি প্রোডাক্টের ওপর ভিত্তি করে ক্রেতা ও বিক্রেতার মধ্যে কেনা-বেচোর একটি বর্তমান চুক্তি হবে। এ চুক্তিতে সিকিউরিটিজ বা অন্য যে কোনও প্রোডাক্ট কেনা-বেচার মেয়াদ, চুক্তির সময় ও লেনদেনের যাবতিয় তথ্য উল্লেখ থাকবে।’
সৈয়দ সাজিদ বলেন, ‘গত ২৬ নভেম্বর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টরের সঙ্গে শেয়ারবাজার সংশ্লিষ্টদের বৈঠক হয়েছে। বৈঠকে ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সিএমডিপি)-২ এর বাস্তবায়ন কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে বলে এডিবির পক্ষ থেকে জানানো হয়। তাই ২০১৫ সাল থেকে সিএমডিপি-৩ প্রোজেক্ট চালু করার কথা ভাবছে এডিবি। নতুন প্রোজেক্টে কি কি থাকবে সে বিষয়ে আলোচনা হয়েছে।’
সিএসই সিইও বলেন, ‘ওই বৈঠকে এডিবির পক্ষ থেকে শুধুমাত্র ইনডেক্স ও ফরেন কারেন্সি ডেরিভিটিভ চালুর কথা বলা হয়। তবে সিএসইর পক্ষ থেকে ইনডেক্স, ফরেন কারেন্সিসহ ইক্যুইটি ও কমোডিটি প্রোডাক্ট চালুর কথা বলা হয়েছে। এটা চালু হলে সাধারণ বিনিয়োগকারীদের ঝুঁকি কমবে। এছাড়া বৈঠকে ক্লিয়ারিং হাউস গঠনের বিষয়ে প্রস্তাব দিয়েছি। এটা চালু করতে এডিবির সহায়তা চাওয়া হয়েছে।’
ইতোমধ্যে ক্লিয়ারিং হাউস গঠনের বিষয়ে সিএসই ও ডিএসইর মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানান সৈয়দ সাজিদ। এতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সর্বাত্মক সহযোগিতা পাওয়া গেলে বাজার আরও বেগবান হবে। দেশের শেয়ারবাজারকে আন্তর্জাতিক মানসম্পন্ন করে তুলতে ডেরিভেটিভ চালু অত্যন্ত জরুরি। বিএসইসিও এ বিষয়ে কাজ করছে। এর সঙ্গে শেয়ারবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থ জড়িত রয়েছে বলে মন্তব্য করেন সিএসই সিইও।
(দ্য রিপোর্ট/এনটি/এস/এইচকে/ ডিসেম্বর ০৫, ২০১৩)