ইয়েমেনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলায় নিহত ৫২, আহত ১৬১
দ্য রিপোর্ট ডেস্ক : ইয়েমেনের রাজধানী সানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় ৫২ জন নিহত এবং ১৬১ জন আহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, বাব আল-ইয়ামান জেলায় ওই ভবনের গেটে আত্মঘাতী
গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে। এর পরপরই ভবনের ভেতর লুকিয়ে থাকা সন্দেহভাজন বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে।
তবে সরকারের একজন মন্ত্রী এই হামলার জন্য সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহের সমর্থকদের দায়ী করেছেন। ওই মন্ত্রী বলেন, ‘সকালে কাজের সময় শুরু হওয়ার কিছু সময় পরে এই হামলার ঘটনা ঘটে।’ একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছে, বিস্ফোরণটি খুবই শক্তিশালী ছিল। বিস্ফোরণের পর পুরো এলাকা কেঁপে ওঠে। ভবনটি থেকে ধোঁয়া উড়তে দেখা যায় বলেও জানান তিনি।
কোন গ্রুপই বৃহস্পতিবারের ওই হামলার দায় স্বীকার করে নি। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে এবং অধিকাংশ বন্দুকধারীকে হত্যা করা হয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের।
(দ্য রিপোর্ট/আদসি/এমসি/ডিসেম্বর ০৫, ২০১৩)