দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর কমিটির আহবায়ক সাদেক হোসেন খোকাকে আদালতে নিয়ে দশদিনের রিমান্ড চাইবে পুলিশ। তিনি এখন ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের হেফাজতে রয়েছেন।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) কৃষ্ণপদ রায় বিষয়টি নিশ্চিত করে দ্য রিপোর্টকে বলেন, রমনা থানায় দায়ের করা একটি মামলায় খোকাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।

নাশকতার অভিযোগে রমনা, শাহবাগ, মতিঝিল ও পল্টন থানায় তার বিরুদ্ধে পৃথক চারটি মামলা রয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুর ১টা ৩৫ মিনিটে সাদেক হোসেন খোকাকে ডিবি কার্যালয়ে আনা হয়।

বুধবার রাতে উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৮ নম্বর বাড়ি থেকে র‌্যাবের একটি দল সাদেক হোসেন খোকাকে আটক করে।

(দ্য রিপোর্ট/এ-কেজেএন/এফএস/ডিসেম্বর ০৫, ২০১৩)