দ্য রিপোর্ট প্রতিবেদক : টাকা চেয়ে না পেয়ে রাজধানীর উত্তর বাড্ডায় এক ফেক্সিলোড ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনার পর ওই ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গুলিবিদ্ধ ব্যবসায়ী জয়নাল আবেদিন (৩৭) জানান, দুপুর দুইটার দিকে চারজন যুবক তার দোকানে এসে টাকা দাবি করেন। এ সময় তিনি টাকা দিতে অস্বীকার করলে ওই যুবকরা তাকে লক্ষ করে এক রাউন্ড গুলি করেন। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। এ সময় তার বন্ধু আনারুল ইসলাম তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন বলে জানান তিনি।

ঢামেকের কর্তব্যরত চিকিৎসকরা জানান, জয়নাল আবেদিনের গলার ডান পাশে গুলি লেগেছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

বাড্ডা থানার উপ-পরিদর্শক সোমেন বড়ুয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ব্যবসায়ী জয়নাল আবেদিন জানান, ১৫নং পূর্ব অঞ্চল, উত্তর বাড্ডায় মায়ের দোয়া নামে একটি ফেক্সিলোডের দোকান রয়েছে তার। তিনি ২৪নং পূর্র অঞ্চল উত্তর বাড্ডা থাকেন। তার বাবার নাম আবুল খায়ের।

(দ্য রিপোর্ট/এসআর/এসবি/ডিসেম্বর ০৫, ২০১৩)