ফলোঅনে ওয়েস্ট ইন্ডিজ
দ্য রিপোর্ট ডেস্ক : আগের দিন ৬৭ রানে ২ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় দিনে প্রথম ইনিংসে ২১৩ রানে অলআউট হয়ে যাওয়ায় ফলোঅনে পড়েছে। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ১৬৮ রান করেছে তারা।
স্বাগতিক নিউজিল্যান্ডের ৬০৯ রানের জবাবে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। আগের দিনের ৬৭ রানের সঙ্গে মাত্র ৩ রান যোগ করতেই টিম সাউদির বলে ৪০ রানে আউট হয়েছেন ড্যারেন ব্রাভো। এর এক ওভার পরই মারলন স্যামুয়েলসকে নিজের তৃতীয় শিকারে পরিণত করেছেন সাউদি।
৭৩ রনে ৪ উইকেট হারিয়েছে সফরকারীরা। তবে অপরপ্রান্তে শিবনারায়ন চন্দরপল উইকেট আকড়ে ধরে রাখলেও তাকে সঙ্গ দিতে ব্যর্থ হয়েছেন সতীর্থরা। সপ্তম ব্যাটসম্যান হিসেবে বোল্টের শিকারে পরিণত হওয়ার আগে ৭৬ রান করেছেন এই বাঁহাতি। দলের সংগ্রহ তখন ১৮৩ রান।
এর আগে সুনীল নারিন ১৫ ও দিনেশ রামদিন ১২ রানে আউট হয়েছেন। অষ্টম ব্যাটসম্যান ড্যারেন স্যামি ২৭ রান করে অপরাজিত থাকলেও ততক্ষণে বিদায় নিয়েছেন বাকিরা। তাই ২১৩ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়েছে সফরকারীরা।
টিম সাউদি ৪টি, ট্রেন্ট বোল্ট ৩টি ইস সোধি ২টি উইকেট নিয়েছেন।
দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে শুরুতেই কিয়েরেন পাওয়েলের উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। টিম সাউদির বলে আউট হওয়ার আগে ১৪ রান করেছেন তিনি। এরপর ক্রিক এডওয়ার্ডস ও ড্যারেন ব্যাভোর জোড়া হাফ সেঞ্চুরিতে ২ উইকেট হারিয়ে ১৬৮ রানে দিনের খেলা শেষ করেছে সফরকারীরা। সোধির বলে এলবিডাব্লিউ হয়ে সাজঘরে ফেরার আগে ৫৯ রান করেছেন এডওয়ার্ডস। ড্যারেন ব্যাভো ৭২ ও মারলন স্যামুয়েলস ১৭ রানে অপরাজিত থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেছেন।
ইনিংস পরাজয় এড়াতে এখনো ২২৮ রানের দরকার ওয়েস্ট ইন্ডিজের। হাতে রয়েছে ৮ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৬০৯/৯ ডিক্লে:(টেলর ২১৭*,ম্যাককুলাম ১১৩; বেস্ট ১৪৮/৩)
ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস: ১৬৮/২(ড্যারেন ব্রাভো ৭২* স্যামুয়েলস ১৭*; বোল্ট ২৬/১, সোধি ৫১/১)
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ২১৩
(দ্য রিপোর্ট/এমআই/সিজি/ডিসেম্বর ৫, ২০১৩)