শিমের ন্যায্যমূল্য পাচ্ছেন না কৃষক
বেনাপোল, শার্শা, বাহাদুরপুর এলাকা ঘুরে দেখা গেছে, পাইকাররা কৃষকের কাছ থেকে ১৮-২২ টাকায় শিম কিনে বাজারে ৪৫-৫০ টাকায় বিক্রি করছেন।
শার্শা কৃষি সম্প্রসারণ অধিদফতর থেকে জানা গেছে, চলতি মৌসুমে শার্শা ও বেনাপোল পোর্ট থানার আওতায় ৫০০ হেক্টর জমিতে শিম চাষ হচ্ছে।
বেনাপোলের ঘিবা গ্রামের কৃষক আতাউর মোড়ল জানান, বাজারে শিমের দাম কেজিপ্রতি ৫০-৬০ টাকা অথচ কৃষক পাচ্ছেন মাত্র ১৮- ২২ টাকা। উৎপাদিত শিম পাইকারদের কাছে ৩০ টাকায় বিক্রি করতে পারলে তারা লাভবান হতেন।
(দিরিপোর্ট২৪/এমএইচ/এএস/অক্টোবর ২৩, ২০১৩)