টেনিস পরিবর্তন করেছি : সেরেনা
দ্য রিপোর্ট ডেস্ক : পাগলাটে চুল কিংবা সুঠাম দেহবল্লরীরর শুধু জেল্লাই নয়; সঙ্গে অবিশ্বাস্য প্রতিভায় ভাস্বর দুই আফ্রো-আমেরিকান বোন; সেরেনা উইলিয়ামস এবং ভেনাস উইলিয়ামস। বলতে বারণ নেই এই বোনেরা পাল্টে দিয়েছেন টেনিস অভিযাত্রাকে। টেনিসে শৈল্পিক কৌশলের সঙ্গে ‘পাওয়ার’-র সম্মিলন ঘটিয়ে পাল্টে দিয়েছেন টেনিসের গতিপথ। সঙ্গে আরো বাড়তি কিছু হিসেবে সেক্সি পোশাক। টেনিসের ভক্তরা খেলার সঙ্গে তাদের দেহের আরো কিছু খেলা দেখতে আগে-ভাগে ছুটে টেনিস কোর্টে।
সামনে বছরের প্রথম গ্র্যান্ড-স্লাম। প্রস্তুতি ধরে রাখতে ছুটে বেড়াচ্ছেন এদিক-ওদিক। ঠিক এই মুহূর্তে একটি প্রদর্শনী খেলতে রয়েছেন আর্জেন্টিনায়। মিডিয়ারও নজর পড়েছে। তাই কথা বললেই হয়েছে সফররত উইলিয়ামস বোনদের। সেখানে কথার পিঠে কথা বলেছেন; তাদের উত্তরাধিকার সম্পর্কেও বলেছেন নানা কথা। বলেছেন তাদের স্বপ্নচূড়ায় ওঠে আসার গল্প। জানিয়েছেন কোর্ট থেকে অবসরে গিয়েও থাকবেন টেনিসের সঙ্গে। নিজের এখানে ওঠা আসা সম্পর্কে বলেছেন,‘আমরা টেনিসের সাধারণ নিয়ম ভেঙেছি। টেনিস পরিবর্তন করেছি।’ সঙ্গে যোগ করেছেন, ‘আমরা নিজেদের উপস্থাপন করতে আলাদাভাবে বর্ণিল পোশাক পড়ার শিল্প সৃষ্টি করেছি। টেনিসের শৈলীর সঙ্গে ক্ষমতা আবেগ এবং ফ্যাশন প্রয়োগ করেছি।’
ভবিষ্যত নিয়ে সেরেনা বলেছেন, ‘আমরা টেনিসের উত্তরাধিকার খুঁজে বেড়াচ্ছি। তাদের নিয়ে ভবিষ্যতের একটি ছকও রয়েছে আমাদের।’ সেরেনা উইলিয়ামস বলেছেন, ‘কোর্টে ভালো করার পূর্ব শর্ত ধৈয্য ধরা। নিজের জানাটুকু নিংড়ে খেলা।’
বড় ভেনাসে তার বেজায় মনোযোগ। বলেছেন, ‘আমি এবং বিশেষ করে ভেনাস চোখ জুড়িয়ে যায় এমন বর্ণিল পোশাক পরা শুরু করি। আমাদের খেলায় তাতে বেশ প্রভাবও পড়েছে। ভক্তরা বেশি বেশি উৎসাহী হয়েছেন। আমাদের অনুপ্রাণিত করেছেন। পাশাপাশি টেনিসে ক্ষমতায়নের ব্যাপারটি দারুণভাবে ঘটিয়েছি।’
৩২ বছরের সেরেনা তিনি নিজের এতোদিন টেনিস ধরে রাখার নেপথ্যের কথাও জানিয়েছেন, ‘আমি এখনো টেনিসে উন্মাদিত-উত্তেজিত হই। যা আমাকে নতুন করে কোর্টে প্রেরণা যোগায়।’
সেরেনা উইলিয়ামস ইতোমধ্যে ১৭ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা আর ভেনাস ৭টি মেজর জিতেছেন। আর দুয়ে মিলে দ্বৈতে ছুঁয়েছেন ১৩টি মেজর। উভয়ের স্পটলাইট পেশাদার ক্রীড়াবিদ হিসেবে। সেরেনা বড়কে ছাপিয়ে গেছেন অনেক আগেই। একটি অবিশ্বাস্য উচ্চতায় তার বসবাস। নেই তার প্রতিদ্বন্দ্বীও। স্টেফি গ্রাফ মাত্র ৫টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতে তার পেছনে। অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে দুইবোনই এখন ব্যতিব্যস্ত নিজেদের প্রস্তুতি নিয়ে। ২০১০ সালের পর মেলর্বোনে শিরোপা স্পর্শ করা হয়নি সেরেনার। সেই কারণেই এবার টার্গেট ১৪-২৭ অনুষ্ঠিতব্য আসরের শিরোপা জয়। গত বছর ভিক্টোরিয়া আজারেঙ্কা মুকুট তুলেছিলেন মাথায়।
(দ্য রিপোর্ট/এএস/সিজি/ডিসেম্বর ৫, ২০১৩)