দ্য রিপোট প্রতিবেদক : বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের চেতনাকে ফিরে দেখার প্রয়াসে ৭ ডিসেম্বর ছায়ানট মিলনায়তনে সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন(সি আর আই)- এর উদ্যোগে ‘ফিরে দেখা’ ৭১- মুক্তিযুদ্ধে তরুণ প্রজন্ম ও নিম্নবর্গ’ শিরোনামে একটি চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এই আয়োজনে প্রদর্শিত হবে প্রয়াত পরিচালক তারেক মাসুদ নির্মিত ২টি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র মুক্তির গান ও নরসুন্দর। প্রদর্শনী শেষে উন্মুক্ত আলোচনায় উপস্থিত থাকবেন চলচ্চিত্র সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ।

স্বাধীনতা অর্জনের জন্য বাঙালি জাতি যে স্বপ্ন দেখেছিল সেই স্বাপ্নিক সংগ্রামগুলো বাংলাদেশের সামগ্রিক চেতনায় প্রধানতম স্থান দখল করে রয়েছে। বাংলাদেশের চলচ্চিত্রেও মুক্তিযুদ্ধের প্রভাব বিস্তর। এ ব্যাপারে ক্যামেরার পিছনের মানুষদের সাথে তরুণ দর্শকদের আলাপচারিতা প্রয়োজন। মুক্তিযুদ্ধের প্রধান প্রতর্কগুলিতে নিম্নবর্গের ভূমিকা মোটামুটি উপেক্ষিত। রাজনীতিতে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রের নানামুখী প্রভাব সম্পর্কে আলাপ-পর্যালোচনার মুখ্য উদ্দেশ্যে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানটি রেজিস্ট্রেশন সাপেক্ষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। রেজিস্ট্রেশনের শেষ সময় ৭ ডিসেম্বর দুপুর ১২টা।

রেজিস্ট্রেশনের জন্য নিম্নোক্ত মাধ্যম ব্যবহার করা যাবে- http://goo.gl/mediF4।

(দ্য রিপোর্ট/কেএম/ডিসেম্বর ০৫, ২০১৩)