শিল্পকলায় নবান্ন উৎসব ৭ ডিসেম্বর
দ্য রিপোর্ট প্রতিবেদক : শিল্পকলা একাডেমীতে ৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় গান, নৃত্য, আবৃত্তি ও পিঠা উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে ‘নবান্ন উৎসব ১৪২০’।
উৎসবে সংগীত পরিবেশন করবে ফরিদা পারভীন, দিপ্তী রাজবংশী, ইয়াসমিন আলী, আবু বকর সিদ্দিক, তপন চৌধুরী। এ ছাড়া দলীয় সংগীত অংশ নিবে বহ্নিশিখা, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, নজরুল সংগীত শিল্পী পরিষদ, ভাওয়াইয়া গানের দল, ঢাকা সাংস্কৃতিক দল, পঞ্চভাস্বর।
উৎসবে দলীয় নৃত্যে অংশ নিবে নৃত্যালোক, স্পন্দন, নন্দনকলা কেন্দ্র, রেওয়াজ পারফমার্স স্কুল, নৃতাক্ষ্য, দিব্য, বাংলাদেশ একাডেমী অফ ফাইন আর্টস।
এ ছাড়াও রয়েছে পিঠা উৎসব, আবৃত্তি ও ব্যান্ড সংগীতের অনুষ্ঠান।
(দ্য রিপোর্ট/এমএ/আইজেকে/ডিসেম্বর ০৫, ২০১৩)