দ্য রিপোর্ট প্রতিবেদক : যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবুলকে আটকের চেষ্টা করে র‌্যাব সদস্যরা। তবে জাতীয় পার্টির নেতাকর্মীদের প্রতিরোধের মুখে সে চেষ্টা ব্যর্থ হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনকালীন মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টির পাঁচ মন্ত্রী-উপমন্ত্রীর পদত্যাগের সংবাদ সম্মেলনের পরই এ ঘটনা ঘটে। এ সময় এরশাদের বাসভবন ঘিরে ফেলে র‌্যাব (র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) সদস্যরা।

সন্ধ্যা সোয়া ৬টায় নুরুল ইসলাম বাবুল এরশাদের বাসার সামনে এলে র‌্যাব সদস্যরা টেনেহিচড়ে তাকে গাড়িতে তোলার চেষ্টা করেন। জাতীয় পার্টির নেতাকর্মীরা এ সময় তাকে র‌্যাবের হাত থেকে ছিনিয়ে নেয়। পরে তাকে এরশাদের বাসভবনের ভেতরে নিয়ে যায়।

সন্ধ্যা ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এরশাদের বাসভবনের সামনে ও পেছনের গেটে বিপুলসংখ্যক র‌্যাব ও পুলিশ সদস্যের উপস্থিতি দেখা যায়।

(দ্য রিপোর্ট/ সাআ/এমএইচও/ডিসেম্বর ০৫, ২০১৩)