শুক্রবার ব্যাংক খোলা থাকবে
দ্য রিপোর্ট প্রতিবেদক : শুক্রবার তফসিলি ব্যাংকগুলোর সব শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার এক সার্কুলার জারি করে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলারে বলা হয়েছে, জনস্বার্থে ৬ ডিসেম্বর শুক্রবার তফসিলিব্যাংকগুলোর সব শাখা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।দুপুরের নামাজের বিরতি ও মধ্যাহ্ন ভোজের জন্য কিছু সময় লেনদেন বন্ধ থাকবে। বাকি সময় গ্রাহকরা অন্য দিনের মতো লেনদেন করতে পারবেন।
ব্যাংক খোলা রাখার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার কথাও সার্কুলারে বলা হয়েছে।
বুধবার এক সার্কুলারে ৭ ডিসেম্বর শনিবার শিল্পঘন এলাকায় তফসিলি ব্যাংকের শাখা খোলা রাখার যে নিদের্শ দেওয়া হয়েছিল তা বাতিল করার সিন্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
(দ্য রিপোর্ট/এএইচ/এমএআর/ডিসেম্বর ০৫, ২০১৩)