দিরিপোর্ট২৪ প্রতিবেদক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সৃষ্ট সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ৮ নভেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। দেশের ৬১ জেলায় (পার্বত্য তিন জেলা ব্যতীত) একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে বৈধ প্রার্থীদের পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে মুঠোফোনে বার্তা পাঠানো শুরু হয়েছে। প্রার্থীরা ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে http://dpe.teletalk.com.bd/ এ ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

প্রবেশপত্রে প্রার্থীর নাম, রোল নম্বর, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি উল্লেখ থাকবে যা প্রিন্ট করে পরীক্ষার দিন সঙ্গে নিয়ে যেতে হবে।

প্রবেশপত্র হারিয়ে বা নষ্ট হয়ে গেলে একইভাবে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে পুনরায় প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। ইউজার আইডি ও পাসওয়ার্ড ভুলে গেলেও তা ওয়েবসাইটে গিয়ে বের করা যাবে।

অনলাইনে প্রবেশপত্র সংগ্রহ করতে সমস্যা হলে ০১৫৫৫৫৫৫১৬০-৬৪ নাম্বারে যোগাযোগ করে প্রার্থীরা সাহায্য নিতে পারবেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৩) আওতায় অস্থায়ীভাবে শিক্ষক নিয়োগের জন্য চলতি বছর ০১ জুলাই বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত আহবান করা হয়।

(দিরিপোর্ট২৪/সৌরভ/এমএআর/জেএম/অক্টোবর ২৩, ২০১৩)