সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরা শহরতলির কুচপুকুর গ্রামে আওয়ামী লীগ কর্মী সিরাজুলকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় গুলিতে আহত হন তার ভগ্নিপতি কওছার আলী ও লাঠির আঘাতে ভাগ্নে মাকফুর রহমান। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত কওছার আলীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজুল ইসলাম নিহত হওয়ার পর থেকে কুচপুর গ্রামসহ পাশের এলাকা রাত থেকে পুরুষশূন্য হয়ে পড়েছে।

নিহত সিরাজুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর গ্রামের মৃত নেছার আলীর ছেলে। তিনি সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের বড় ভাই। গুলিবিদ্ধ কওছার আলী একই গ্রামের আফতাব গাজীর ছেলে।

নিহতের ভাই নজরুল ইসলাম জানান, তার বড় ভাই সিরাজুলের ঘরে ঢুকে সন্ত্রাসীরা সিরাজুলকে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করে। এর পর তারা পাশের বাড়িতে ঢুকে ভগ্নিপতি কওসার আলীর ডান হাতে ও পেটে গুলি করে। গুলির শব্দ ও চিৎকার শুনে এগিয়ে এলে ওয়াজেদ আলীর ছেলে ভাগ্নে মাকফুর রহমানকে পিটিয়ে আহত করে। এ সময় দুর্বৃত্তরা ঘরে থাকা একটি মোটরসাইকেল নিয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার করতে করতে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। গুরুতর আহত কওসার আলীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। মারপিটের পর থেকে মাকফুর রহমান নিখোঁজ রয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, পূর্ববিরোধকে কেন্দ্র করে জামায়াত-শিবিরের লোকজন এ হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সন্ত্রাসীদের খোঁজে অভিযান শুরু হয়েছে।

(দ্য রিপোর্ট/এমআর/এনডিএস/ডিসেম্বর ০৫,২০১৩)