আমানউল্লাহ আমান, দ্য রিপোর্ট : আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক নেতারা প্রার্থী তালিকা জমা দিয়েছেন। জমাকৃত আসন বণ্টন ও প্রার্থী তালিকা চূড়ান্ত হবে ৭ ডিসেম্বর। ১৪ দলীয় জোটের একাধিক নেতা দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

১৪ দলের তিন শরিকজাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও তরিকত ফেডারেশন আওয়ামী লীগের কাছে দাবি করেছে ৬০টি আসন। তবে ৩০টি আসন পেলেই সন্তুষ্ট থাকবে শরিক ৩টি দল। আর আওয়ামী লীগ শরিকদের জন্য ছাড়তে চায় মোট ৯টি আসন।

জানা গেছে, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) দাবি করেছে ২০টি আসন। তবে এর মধ্যে ১৫টি আসন পেলেই সন্তুষ্ট থাকবে দলটি। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দাবি করেছে ৩০টি আসন। যার মধ্যে ১০টি আসন পেলেই সন্তুষ্ট থাকবে তারা। তরিকত ফেডারেশন দাবি করেছে ১০টি আসন। আর তারা পেতে চায় ৫টি আসন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত শরিক নেতাদের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক চলে। বৈঠকে ১৪ দলের শরিকরা প্রার্থী তালিকার চাহিদাপত্র জমা দেয় আওয়ামী লীগ নেতাদের কাছে। জোট শরিকদের কয়টা আসন দেওয়া হবে সে বিষয়ে আলোচনার মধ্যেমে সিদ্ধান্ত হবে বলে জানান আওয়ামী লীগ নেতারা।

তরিকত ফেডারেশনের পক্ষ থেকে চাওয়া ১০টি আসন হলো, চট্টগ্রাম-২ থেকে দলটির চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী, লক্ষীপুর-১ এম এ আউয়াল, পটুয়াখালী-১ সৈয়দ মুত্তাওয়াক্কীল বিল্লাহ রাব্বানী, চট্টগ্রাম-১৪ মোহাম্মদ আল ফারুকী, কিশোরগঞ্জ-২ সোহরাব উদ্দিন আহমদ, পাবনা-৫ মিজানুর রহমান, ঢাকা-৫ আরজু শাহ সায়দাবাদী, ব্রাহ্মণবাড়িয়া-৩ জাহিরুল হক চৌধুরী, কুমিল্লা-৬ মাসুদ পারভেজ খান ইমরান, কুমিল্লা-৮ অ্যাডভোকেট একরামুল হক প্রমুখ।

ওয়ার্কার্স পার্টি সারাদেশে ৩১টি আসনে মনোনয়নপত্র জমা দিলেও আওয়ামী লীগের কাছে ১০টি আসন চেয়েছে। ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে চাওয়া ১০টি আসন হলো- রাশেদ খান মেনন (ঢাকা-৮), বিমল বিশ্বাস (নড়াইল-১), ফজলে হোসেন বাদশা (রাজশাহী-২), হাফিজুর রহমান ভুইয়া (খুলনা-৫), নুর আহমদ বকুল (কুষ্টিয়া-৩), মাহমুদুল হাসান মানিক (দিনাজপুর-৩), অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ (সাতক্ষীরা-২), অ্যাড. শেখ হাফিজুর রহমান (নড়াইল-২), আনোয়ারুল হক বাবলু (জয়পুরহাট-২), ইব্রাহিম খলিল (নাটোর-১), মিজানুর রহমান মিজান (নাটোর-৩)। ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরর সদস্য ফজলে হোসেন বাদশা দ্য রিপোর্টকে প্রার্থী তালিকার বিষয়টি নিশ্চিত করেন।

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সারাদেশে ১৪১টি আসনে দলীয় মনোনয়নপত্র দাখিল করেছে। এর মধ্যে তারা যে আসনগুলো চেয়েছে- জাসদ সভাপতি কুষ্টিয়া-২ হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক নড়াইল-১ শরীফ নুরুল আম্বিয়া, কার্যকরী সভাপতি চট্টগ্রাম-৮ মাইনউদ্দিন খান বাদল, স্থায়ী কমিটির সদস্য ঢাকা-১৪ ও ফেনী-১ শিরীন আখতার, সহ-সভাপতি ব্রাক্ষ্মণবাড়িয়া-৫ অ্যাড. শাহ্ জিকরুল আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক পঞ্চগড়-১ নাজমুল হক প্রধান, মানিকগঞ্জ-৩ ইকবাল হোসেন খান, পটুয়াখালী-১ ও ৩ অ্যাড. হাবিবুর রহমান শওকত, সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম-৩ নুরুল আখতার, নোয়াখালী-২ নইমুল আহসান জুয়েল।

তবে শরিকদের দাবির বিপরীতে আওয়ামী লীগ আসন ছাড়তে চায় মাত্র ৯টি।

আওয়ামী লীগ জাসদকে কুষ্টিয়া-২, চট্টগ্রাম-৮, ফেনী-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন দিতে চায়।

ওয়ার্কার্স পার্টিকে ঢাকা-৮, রাজশাহী-২ এবং সাতক্ষীরা-২ আসন দিতে চায়।

তরিকত ফেডারেশনের চাওয়ার বিপরীতে চট্টগ্রাম-২ এবং লক্ষ্মীপুর-১ আসন দিতে চায় আওয়ামী লীগ।

তবে শরিকদের দাবির বিপরীতে আওয়ামী লীগ কয়টি আসন দেবে তা আলাপ-আলোচনার মাধ্যমে ৭ ডিসেম্বর চূড়ান্ত হবে বলে আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে।

(দ্য রিপোর্ট/এইউএ/এস/এমডি/ডিসেম্বর ০৫, ২০১৩)