কেন্দ্রীয় কারাগারে কাদের মোল্লা
দ্য রিপোর্ট প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৫টায় তাকে কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ।
কাশিমপুর কারাগার ইউনিট-২ থেকে কাদের মোল্লাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।
কাশিমপুর কারাগার ইউনিট-২ এর জেলার মজিবুর রহমান জানান, বিকেলে ৩টা ৪০ মিনিটে কাদের মোল্লাকে কারা কর্তৃপক্ষের সিদ্ধান্তে একটি প্রিজন ভ্যানে করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
কারা সূত্রমতে, কাদের মোল্লার পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রিভিও করার আইনগত সুযোগ কম ও রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন নাও করতে পারেন তিনি। এসব আইনি সুযোগ না থাকলে যে কোনো সময় কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে।
উল্লেখ্য, একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় প্রথমে কাদের মোল্লার যাবজ্জীবন সাজার আদেশ দেওয়া হয়। পরে শাহবাগ মোড়ে গণজাগরণ মঞ্চের তরুণদের আন্দোলনের মুখে আইন সংশোধন করে সরকার। পরে আপিল বিভাগে আবেদনে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন জামায়াতে ইসলামীর প্রভাবশালী এ নেতা। পরে রায় ঘোষণার প্রথম থেকেই তিনি কাশিমপুর কারাগারে অন্তরীণ ছিলেন।
(দ্য রিপোর্ট/এনইউডি/এনডিএস/ডিসেম্বর ০৫,২০১৩)