দ্য রিপোর্ট প্রতিবেদক : ৫ ডিসেম্বর ছিল দেশের শেয়ারবাজারের একটি ঐতিহাসিক দিন। তিন বছর আগে এ দিনে শেয়ারবাজার ইতিহাস গড়েছিল। বিশেষ করে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন লেনদেনের ছয়টি নির্ণায়কের মধ্যে পাঁচটিই সর্বোচ্চ স্তরে উঠে নতুন রেকর্ড সৃষ্টি করেছিল।

ডিএসইতে রেকর্ড গড়া নির্ণায়কগুলোর নাম হলো- সাধারণ মূল্যসূচক, সার্বিক মূল্যসূচক, মোট বাজার মূলধন, মোট লেনদেন ও হাওলা সংখ্যা সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা গেছে, ২০১০ সালের গোড়ার দিকে শুরু হয় পুঁজিবাজারের অস্বাভাবিক উত্থান। কারসাজির মাধ্যমে বিভিন্ন পক্ষ নানাভাবে শেয়ারের দাম বাড়িয়ে সৃষ্টি করে বুদবুদ। এই উত্থান চলে ওই বছরের ৫ ডিসেম্বর পর্যন্ত। ওই দিন ডিএসইতে পাঁচটি রেকর্ড হয়। পাঁচ নির্দেশকের মধ্যে ডিএসইর সাধারণ মূল্য সূচক দাঁড়ায় ৮ হাজার ৯১৮.৫১ পয়েন্ট। আর একই দিনে সর্বোচ্চ লেনদেন হয় ৩ হাজার ২৪৯ কোটি টাকা। আর এ দিনে সর্বোচ্চ বাজার মূলধন ছিল- ৩ লাখ ৬৮ হাজার ৭১ কোটি টাকা। এ দিনে ৩ লাখ ৮৯ হাজার ৩১০ বার শেয়ার হাত বদল হয়।

(দ্য রিপোর্ট/এনটি/এমডি/ডিসেম্বর ০৫, ২০১৩)