সিলেট সংবাদদাতা : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সিলেটে শুক্রবার রাত ১২টা এক মিনিটে শুরু হয়েছে টি২০ বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের কাউন্টডাউন।

সিলেট শহরে সুরমা তীরের ঐতিহাসিক কিং ব্রিজের পাশে হাজার হাজার সিলেটবাসীর উপস্থিতিতে আতশবাজি আর হর্ষধ্বনির মধ্য দিয়ে এ কাউন্টডাউন শুরু হয়।

জাতীয় ক্রিকেট দলের রাজিন সালেহ, তাপস বৈশ্য, এনামুল হক জুনিয়র ও এনামুল হক বিজয়রাও শরীক হয়েছিলেন সিলেটবাসীর এই উল্লাসে।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন নির্বাচনকালীন সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি মকবুল হোসেন ভূইয়া, সিলেট জেলা প্রশাসক শহিদুল ইসলাম ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

(দ্য রিপোর্ট/এমই/এআইএম/এমডি/ডিসেম্বর ০৬, ২০১৩)