দ্য রিপোর্ট ডেস্ক : সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের (সিএআর) বেসামরিক লোকদের রক্ষা করতে দেশটিতে জরুরি সামরিক পদক্ষেপ নিতে যাচ্ছে ফ্রান্স।

রাজধানী বেনগুইয়ে বৃহস্পতিবার কিছু অস্ত্রধারীর সঙ্গে মিলিশিয়াদের সংঘর্ষে ব্যাপক হতাহতের ঘটনায় এ পদক্ষেপ নিয়েছে ফ্রান্স।

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলুদ জানান, দেশটিতে ৬৫০ জনের একটি সৈন্যদলেকে জরুরি ভিত্তিতে নিয়োজিত করা হয়েছে। কয়েক ঘন্টা কিংবা কিছুদিনের মধ্যেই এ সংখ্যা দ্বিগুণ করা হবে।

এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সিএআরে অবস্থিত শান্তিরক্ষা মিশনে ফ্রান্সের সৈন্য যোগদানের অনুমোদন প্রদান করে।

সিএআরের প্রধানমন্ত্রী নিকোলাস তিয়ানগে ফ্রান্সের এ জরুরি পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, সবার আগে রাজধানী বেনগুইয়ে নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। তবে সারাদেশে এ সামান্য সংখ্যক সেনা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা যাবে না বলেও জানান দেশটির প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দেশটির রাজধানী বেনগুইয়ের সশস্ত্র সংঘর্ষে কমপক্ষে ২৩ জন নিহত এবং আরও ৬৪ জন আহত হয়।

(দ্য রিপোর্ট/এআইএম/এমডি/ডিসেম্বর ০৬, ২০১৩)