‘সংখ্যালঘু নির্যাতন বন্ধের দাবি’
দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতার হাত থেকে সংখ্যালঘু নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ আদিবাসী ফোরাম।
জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার সকালে এ মানববন্ধন করা হয়। এ সময় সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিপন্নতার হাত থেকে রক্ষার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতার হাত থেকে সংখ্যালঘুদের নিরাপত্তা বিধানে বিশেষ ব্যবস্থা করতে হবে।
বক্তারা সেই সঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে কোন অশুভ শক্তি যেন সংখ্যালঘুদের ওপর সাম্প্রদায়িক হামলা অব্যাহত রাখতে না পারে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার দাবি করেন।
এ সময় উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক, যুগ্ম মহাসচিব নির্মল চাটার্জী, নির্মল রোজারীয়, আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক সজ্জীব দ্রং প্রমুখ।
(দ্য রিপোর্ট/এএইচএস/এস/এসবি/ডিসেম্বর ০৬, ২০১৩)