২৫ তলা থেকে ফেলে দেওয়ার পরও…
দ্য রিপোর্ট ডেস্ক : ২৫ তলা থেকে এক বছর বয়সী এক শিশুকে ফেলে দেয় ১০ বছরের এক কিশোরী। তারপরও শিশুটি প্রাণে বেঁচে গেছে। পড়ে যাওয়ার পর শিশুটি অচেতন হয়ে গেলেও ধীরে ধীরে চেতনা ফিরে আসছে তার। তার অবস্থা স্থিতিশীল আছে বলে জানা গেছে।
চীনের চংকিং শহরে এ ঘটনা ঘটে। ইউয়ান ইউয়ান নামে ওই ছেলে শিশুটিকে ১০ বছর বয়সী এক কিশোরী মারধরের পর ২৫ তলা থেকে ফেলে দেয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ইউয়ানের দাদি তাকে স্ট্রলারে নিয়ে লিফটে ওঠেছিল। ইউয়ানের দাদি লিফট থেকে নেমে যাওয়ার পরই লি লিফটের ভেতরে ঢুকে। ইউয়ানকে নিয়েই লিফটটি উপরে ওঠতে শুরু করে বলে জানিয়েছে পুলিশ।
লিফটের মনিটরিং ক্যামেরায় দেখা গেছে, লিফটের ভেতরেই লি ইউয়ানকে মারতে শুরু করে। লি স্ট্রলার থেকে ইউয়ানকে নিচে ফেলে দেয়। তারপর তাকে লাথি মারতে থাকে। লিফট খোলার পর লি লাথি মেরেই ইউয়ানকে লিফটের বাইরে ফেলে দেয়। পরে মারতে মারতেই তাকে ২৫ তলায় নিজের বাসায় নিয়ে আসে। সেখান থেকে বারান্দায় নিয়ে গিয়ে ইউয়ানকে ফেলে নিচে ফেলে দেয়।
ইউয়ানের দাদি তাকে খুঁজতে আসলে ইউয়ানকে অন্য কেউ নিয়ে গেছে বলে জানায় লি।
পরে ইউয়ানের দাদি মনিটরিং ক্যামেরায় দেখতে পায় ইউয়ান সাত-আট মিটার দূরে একটি সরু গলিতে ঝোঁপের মধ্যে আটকে আছে।
লিয়ের বাবা-মা একটি রাসায়নিক প্রতিষ্ঠানে চাকরি করেন। ওই ঘটনার সময় তারা বাড়ি ছিলেন না। কেন লি শিশুকে ফেলে দিল তা নিশ্চিত নয় বলে সিনহুয়ার প্রতিবেদনে জানা গেছে।
এদিকে লিয়ের বয়স মাত্র ১০ বছর হওয়ায় অপরাধের অভিযোগে তাকে গ্রেফতার করা যাবে না বলে জানিয়েছে পুলিশ। তবে ইউয়ানের মা-বাবা একটি মামলা দায়ের করেছেন।
লিয়ের পরিবার ইউয়ানের চিকিৎসার জন্য এ পর্যন্ত ৭৮ হাজার ইউয়ান দিয়েছেন। স্থানীয় সরকারও শিশুটির পরিবারকে সাহায্য করেছে। এদিকে এ ঘটনায় দেশটিতে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকেই শিশুটির আরোগ্যের জন্য প্রার্থনা করছেন। সূত্র: পিটিআই।
(দ্য রিপোর্ট/কেএন/এস/জেএম/ডিসেম্বর ০৬, ২০১৩)