জাবিতে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
জাবি প্রতিনিধি : ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলকে গ্রেফতারের প্রতিবাদে ককটেল বিস্ফোরণ ও যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।
জাবি শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল রানার নেতৃত্বে শুক্রবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের কাছে ঢাকা-আরিচা মহাসড়কে একটি বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। পরে আশুলিয়া থানা পুলিশ এসে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সোহেল রানার নেতৃত্বে একটি মিছিল বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী থেকে শুরু হয়ে প্রান্তিক গেটে এসে শেষ হয়। এ সময় বিক্ষুব্দ নেতাকর্মীরা সুরভী পরিবহনের একটি বাসে আগুন দেয় এবং দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
সোহেল রানা এ বিষয়ে দ্য রিপোর্টকে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও অন্য নেতাকর্মীদের মুক্তি দেওয়া না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অচল করে দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মুজিবুর রহমান বলেন, ছাত্রদলকর্মীরা বাসে আগুন দিয়েছে ও দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।
(দ্য রিপোর্ট/এএস/এমএআর/ডিসেম্বর ০৬, ২০১৩)