বিজেপির জয়ে ঊর্ধ্বমুখী ভারতের শেয়ারবাজার
কলকাতা প্রতিনিধি : দিল্লি, মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্রিশগড়ে সরকার গড়তে চলেছে বিজেপি৷ এই চার রাজ্যের বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা প্রকাশ্যে আসার পরই ঊর্ধ্বমুখী ভারতের শেয়ার বাজার৷ গত এক মাসে সূচক বেড়েছে সর্বোচ্চ ২৪৯ পয়েন্ট৷ পাশাপাশি ডলারের তুলনায় ৩০ পয়সা দাম বাড়ে ভারতীয় টাকার৷
বৃহস্পতিবার বাজার খোলার সঙ্গে সঙ্গে উঠতে থাকে সূচক৷ একটা সময়ে ৪৫৭ পয়েন্ট বেড়ে যায় সূচক৷সূচক পৌঁছায় ২১ হাজার ১৬৫.৬ পয়েন্টে৷ এদিন বাজার বন্ধ হয় ২০ হাজার ৯৭৪.৭৯ পয়েন্টে৷ যা গত এক মাসে রেকর্ড৷ অন্যদিকে, ডলারের তুলনায় এদিনভারতীয় টাকার দাম ৩০ পয়সা বেড়ে ডলারের তুলনায় টাকা ৬১.৭৫ হয়৷ বুধবারই বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত মিলেছে দিল্লি, মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্রিশগড়ে সরকার গড়তে চলেছে বিজেপি৷ অর্থনীতিবিদদের মতে, তারই প্রভাব পড়েছে বাজারে৷
(দ্য রিপোর্ট/সিএম/জেএম/ডিসেম্বর ০৬, ২০১৩)