ঢাবিতে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা একাডেমির সামনে ১০ থেকে ১২টি ককেটল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তর। শুক্রবার দুপুর ৩টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সেখানে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। তাবে কাউকে আটক করা যায়নি।
এর আগে ঢাবিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল মিছিল বের করে। এ সময় মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণ ও দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা নিরুফার ইয়াসমিন জানান, আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ছাত্রদলের ব্যানারে একটি মিছিল জাহাঙ্গীর গেটের সামনে এসেই ককটেল বিস্ফোরণ ঘটায়। তারা এ সময় রাস্তার পাশে পার্কিং করা দুটি মোটরসাইকেলে আগুন দেয়।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশ কাউকে আটক করতে পারেনি।
(দ্য রিপোর্ট/এনইউডি/এফএস/এমএআর/ডিসেম্বর ০৬, ২০১৩)